জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ইউসুফ বিন জলিলকে শুক্রবার সকাল ৫টার দিকে কক্সবাজারের রামু থেকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন যুবদলের সাবেক সহ সভাপতি ইউসুফ বিন জলিল। শুক্রবার সকাল ৫টায় র্যাব-১৫ এর লোকজন তাকেসহ কয়েকজনকে রামু এলাকা থেকে তুলে নিয়ে যায় পরে তাকে রেখে বাকীদের ছেড়ে দিলেও তাকে ছাড়েনি। এখন তাকে তুলে নেওয়ার কথা স্বীকার করছে না।
ইউসুফ বিন জলিলকে তুলে নেওয়ার ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন রুহুল কবির রিজভী সহ তার পরিবারের লোকজন। অবিলম্বে জলিলকে তার পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, জলিলকে র্যাব-১৫ এর লোকজনই তুলে নিয়ে গেছে। তাকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন