রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

স্মিথের ব্যাটে পিষ্ট পাকিস্তান

প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:২৫ এএম, ১৬ ডিসেম্বর, ২০১৬

স্পোর্টস ডেস্ক : আজহার আলীর লেগব্রেক অফসাইড দিয়ে লাফিয়ে বেরিয়ে যাচ্ছিল। স্টিভেন স্মিথ তাতে ব্যাটের আলতো ছোঁয়া দিয়ে দিলেন। কিন্তু স্টামের পিছন থেকে বল গøাভসবন্দি করতে পারলেন না সরফরাজ আহমেদ। অজি অধিনায়ক তখন ব্যাট করছিলেন ৫৪ রানে। এই স্মিতই এখন পাকিস্তানের মাথাব্যথার প্রধান কারণ। দিন শেষে তিনি অপরাজিত ক্যারিয়ারের সপ্তদশ সেঞ্চুরি নিয়ে। পিটার হ্যান্ডকাম্বকে নিয়ে দেড় সেশনেরও বেশি সময় ক্রিজে থেকে গড়েন ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি। অস্ট্রেলিয়াও রয়েছে বড় সংগ্রহের পথে। গ্যাব্বার দিবারাত্রির টেস্টের প্রথম দিনে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৮৮।
তিন অঙ্কে পৌঁছানোর তিন রান আগেও উইকেটের পিছনে ক্যাচ দেন স্মিথ। গøাভসবন্দিও করেন সরফরাজ। কিন্তু পাকদের পক্ষ থেকে কোন আবেদনই করা হল না। হটস্পটে দেখা যায় অফস্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া মোহাম্মাদ আমিরের ভয়ঙ্কর ইনসুইঙ্কার নিঃশব্দে ছুয়ে যায় স্মিথের ব্যাট। এর আগের স্পেলে টানা ৩৯ বল ডট করে তখন নতুন স্পেল শুরু করেন আমির।
টানা ছয় ম্যাচ পর ইতিহাসের চতুর্থ দিবারাত্রির টেস্টে টস ভাগ্যে হাসেন স্মিথ। ডেভিড ওয়ার্নারকে লেগ বিফোরের ফাঁদে ফেলার মধ্য দিয়ে স্বাগতিকদের ৭০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আমির। পরের ওভারে ইয়াসির শাহ’র বলে অধিনায়ক মিসবাহ-উল-হকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইকেটে আসা নতুন ব্যাটসম্যান উসমান খাজা (৪)। এরপর রেনশোকে নিয়ে ৭৬ রানের জুটি গড়েন স্মিথ। মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নামা ২১ বছর বয়সী তরুণ বাঁহাতি ওহাব রিয়াজের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরার আগে তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধ শতক (৭১)। এর পরেই স্মিথ-হ্যান্ডসকাম্বের সেই অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটির গল্প। পাকিস্তানের বিপক্ষে প্রথম সেঞ্চুরির তুলে নিয়ে ১৯২ বলে ১৬ বাউন্ডারিতে ১১০ রানে ব্যাটে আছেন স্মিথ। রেনশোর সাথেই নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হওয়া হ্যান্ডসকাম্ব অপরাজিত ৬৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর : (প্রথম দিন শেষে)
অস্ট্রেলিয়া : ২৮৮/৩ (রেনশো ৭১, ওয়ার্নার ৩২, খাজা ৪, স্মিথ ১১০*, হ্যান্ডসকাম্ব ৬৪*; আমির ১/৪০, রাহাত ০/৬৯, ইয়াসির ১/৯৭, ওয়াহাব ১/৫২, আজহার ০/২৮)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন