শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

প্রিন্সিপালকে মারপিটের প্রতিবাদে রাস্তায় দাঁড়ালেন শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ৪:৫৯ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকশার ইসলাম নগর দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বজলুর রহমানকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে মাদ্রাসার সামনের পাইকশা-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মাদ্রাসার অফিস কক্ষে প্রতিষ্ঠানটির সাবেক সহ-সভাপতি সেলিম ও তার বাহিনী প্রবেশ করে অতর্কিতভাবে প্রিন্সিপাল বজলুর রহমানের ওপর হামলা চালায়। পরে সহকর্মীরা আহত প্রিন্সিপালকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ব্যপারে কামারখন্দ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সেলিম আহমেদ বলেন, প্রিন্সিপালের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণে এর আগেও তার ওপরে হামলার ঘটনা ঘটেছে। হয়তো এমনই কোনো কিছু নিয়ে তার ওপরে হামলা হয়ে থাকতে পারে। আমি এর সাথে জড়িত নই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন