শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভান্ডারিয়া পৌর প্রশাসকের দায়িত্ব পেলেন ফাইজুর রশীদ খসরু জমাদ্দার

ভান্ডারিয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভার পৌর প্রশাসক নিয়োগ পেলেন ফাইজুর রশীদ খসরু জমাদ্দার। গত সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা মান্নানের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়। ফাইজুর রশীদ খসরু জমাদ্দার ভান্ডারিয়া উপজেলা আ.লীগের বর্তমান সভাপতি। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিরকৃতজ্ঞ আমাকে পৌর প্রশাসক নিয়োগ দেয়ার জন্য। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে দলমত নির্বিশেষে পৌরবাসীর সকলকে সাথে নিয়ে পৌরসভার উন্নয়নে কাজ করে যাবো। নতুন পৌর প্রশাসক নিয়োগে এলাকার মানুষ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। উপজেলা আ.লীগ কার্যালয়ে আ.লীগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম বলেন, ত্যাগী ও যোগ্য ব্যাক্তিদের পৌর প্রশাসক নিয়োগ দেয়ায় জননেত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রজ্ঞাপনে অতি দ্রুত সময়ের মধ্যে ফাইজুর রশীদ খসরু জমাদ্দারকে পৌর প্রশাসকের দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন