সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বেলকুচিতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন

আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি (সিরাজগঞ্জ) থেকে | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

সিরাজগঞ্জের বেলকুচিতে পৌরসভার ৯টি ওয়ার্ডে বেসরকারি উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বেলকুচি পৌরসভার সহযোগিতায় এবং এইড বাংলাদেশের বাস্তবায়নে, পৌর চালা এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র সাজ্জাদুল হক রেজা। এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ইকবাল রানা, পৌর নির্বাহী কর্মকর্তা ওরেজ কবির, এইড বাংলাদেশের চেয়ারম্যান আনিসুজ্জামান, প্রকল্প পরিচালক নাজিমুল ইসলাম, আহম্মদ উল্লাহ (মমিন), আলমগীর হোসেন প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, আমি এই পৌর এলাকা একটি পরিচ্ছন্ন বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলব। সেই ধারা আমাদের চলমান রয়েছে। পৌর ৯টি ওর্য়াডে পরিচ্ছন্নতাকর্মী কাজ করবেন। পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশ্যে মেয়র বলেন, কাজে কোনো প্রকার ফাঁকি দেয়া যাবে না, সততার সঙ্গে কাজ করতে হবে। যেখানে লোক সমাগম সেই জায়গাগুলো সব সময়ের জন্য পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন