শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

শাল্লা (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে কাজ করার সময় এ ঘটনাটি ঘটে। নিহতের নাম মো. রাজু মিয়া (১৮)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামের মনসুর আলীর ছেলে। জানা যায়, নির্মাণ শ্রমিক মো. রাজু মিয়া গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সদরে জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, ঘটনাটি অসাবধানতাবশত ঘটেছে। ঘটনা সংক্রান্ত যা যা করণীয় আমরা প্রয়োজনীয় সব কিছু করবো। এমন মর্মান্তিক ঘটনায় আমরা মর্মাহত।
শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন