গায়িকা মারায়া ক্যারির প্রেমিক ব্রায়ান টানাকা জানিয়েছেন বরাবরই তিনি মারায়ার প্রতি আকৃষ্ট ছিলেন।
নিউইয়র্কে টিভি ডকুমেন্টারি ‘মারায়া’স ওয়ার্ল্ড’-এর প্রিমিয়ার উপলক্ষে গায়িকাটির সঙ্গী এবং তার ব্যাকআপ ড্যান্সার টানাকা তাদের সার্বক্ষণিক যোগাযোগ এবং পারস্পরিক মুগ্ধতার কথা উল্লেখ করেন।
টানাকা বলেন : “আমি বরাবরই মারায়ার প্রতি আকৃষ্ট ছিলাম। আমি তাকে অনেক ভালবাসি। এই অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন আর দেখবেন কিভাবে সব ঘটেছে... আমরা দীর্ঘদিন বন্ধু ছিলাম। আমি মাঝে মধ্যে এখানে আর ওখানে নেচে থাকে। আর আমাদের ভাল সময় কাটে। মজা পাবেন... বিষয়টি আমাদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছে এবং একটা সময় আমাদের মধ্যে পারস্পরিক মুগ্ধতা ছিল।
“সে আমার মাঝে এমন কিছু দেখেছে যা আগে আমিই আবিষ্কার করিনি, এর পরই সব শেষ হয়ে যায়। ইতিহাসে লেখা হয়ে যায় আমাদের সংযোগ এভাবেই হবে,” তিনি আরও বলেন।
স¤প্রতি হাওয়াইয়ের মাউইতে তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখা যাবার পর থেকেই তাদের সম্পর্কে নিয়ে গুঞ্জন শুরু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন