বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

রোহিঙ্গা নির্যাতন ইস্যু নিয়ে ওআইসির জরুরি বৈঠক

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের জেরে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। তবে বৈঠকের কোনো তারিখ বা সময়সূচি এখনো জানানো হয়নি। সংস্থাটির মহাসচিব ড. ইউসুফ এ আল ওয়াতাইমিন নিউইয়র্ক, জেনেভা ও ব্রাসেলসের স্থায়ী কার্যালয়ের ওআইসি সদস্য দেশগুলোর প্রতিনিধিকে নিয়ে জরুরি বৈঠকের নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় মিয়ানমার সরকারের প্রতি নিন্দা জানিয়েছে ওআইসি। জানা গেছে, নিউ ইয়র্ক, জেনেভা ও ব্রাসেলসে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত পর্যায়ের বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রীদের কাক্সিক্ষত বৈঠকটি হতে পারে। এক মাসেরও বেশি সময় ধরে রাখাইন প্রদেশে নৃশংসতা চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। হাজার হাজার লোকজন সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। তবে মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের খবর অস্বীকার করে আসছে। হিউম্যান রাইটস ওয়াচ একাধিকবার প্রমাণ হাজির করেছে যে, সেখানকার সেনাসদস্যরা রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিমদের বাড়িঘর আগুন দেয়াসহ নারীদের ধর্ষণ করছে। তারা সেখানে বেপরোয়া গণহত্যা চালাচ্ছে এবং তার ফলে ব্যাপক সংখ্যক রোহিঙ্গা মুসলিম গৃহহীন হয়ে পড়েছে। অনেক রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে অন্য দেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। তবে এই প্রথমবারের মতো রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠক আহ্বান করল ৫৭টি মুসলিম দেশের সংস্থা ওআইসি। অন্যদিকে ইউরোপীয় পার্লামেন্টও মিয়ানমারে পরিকল্পিত রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জনিয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Shahadot Hossain Mouzzem ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:১০ পিএম says : 0
আল্লাহ শুনতেছে একদিণ এর বিচার হবে ইনশাল্লাহ
Total Reply(0)
Monirul Islam ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:১১ পিএম says : 0
ওআইসি নামে মুসলমানদের কোন সহযোগি সংগঠন আছে বলে আমি বিশ্বাস করিনা। ৫৭ মুসলিম দেশ নিয়ে যে, সংগঠন তারা মুসলমানদের কোন কল্যানে দাড়াতে পারে না তাদের মত এই সংগঠন আমাদের প্রয়োযন নেই।
Total Reply(0)
Abdul Bari Khokon ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:১২ পিএম says : 0
It's too late
Total Reply(0)
ইমাম মারুফ ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:১২ পিএম says : 0
Eto din pore ni
Total Reply(0)
১৮ ডিসেম্বর, ২০১৬, ১:৪৬ পিএম says : 0
ত্রই সমস্ত লেজবিহীন সংঘঠণ প্রত্যৈক জাতির জন্য অকল্যানকর.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন