শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ব্র্যাক সেমিনারে প্রবন্ধ উপস্থাপনে সুপারিশ এসডিজি অর্জনে প্রতিবন্ধীদের স্কুলে সক্রিয় অংশগ্রহণ বাড়াতে হবে

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ বাড়াতে হবে। তাই বিষয়টি আমলে নেয়া প্রয়োজন। গত বুধবার ব্র্যাক সেন্টারের অডিটরিয়াম কক্ষে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন-২০১৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে মূল প্রবন্ধে এ সুপারিশ তুলে ধরা হয়। দিবসে সচেতনতা প্রসার ও প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় সুপারিশমালা তুলে ধরতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর প্রফেসর ড. এম. তারিক আহসান। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন-ব্র্যাকের শিক্ষা কর্মসূচির পরিচালক ড. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের ভাইস চেয়ার আহমদ মোশতাক রাজা চৌধুরী।
মূল প্রবন্ধে বলা হয়, ২০১২ সালের পর শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা কমেছে। এর কারণ, চলমান সামাজিক কাঠামোর সঙ্গে প্রতিবন্ধীরা বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে তাল মেলাতে পারছে না। এছাড়া শারীরিক অক্ষমতা তাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, প্রতিবন্ধীরাও সমাজের মানুষ। শারীরিকভাবে অক্ষম বলে তারা অবহেলার পাত্র নয়। কেবল একটু সহযোগিতা পেলেই প্রতিবন্ধীরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারে। সরকারি নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সমাজের মূল ধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন