কৃষ্ণ সাগর হয়ে রাশিয়া-ইউক্রেনের শস্য রফতানির জন্য যে চুক্তি হয়েছিল তা টিকে থাকার ব্যাপারে আশাবাদী তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেন, চুক্তিটি টিকে থাকলে বিশ্বের অনেক দরিদ্র দেশকে স্বস্তি দেবে। ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে সংবাদ সম্মেলনে শনিবার এরদোগান বলেন, আমি মনে করি চুক্তিটি অব্যাহত থাকবে। এতে কোনও সমস্যা নেই। রাশিয়া-ইউক্রেনের শস্য চুক্তিটি শনিবার শেষ হওয়ার কথা ছিল। তবে নবায়নের কথা রয়েছে। গত অক্টোবরে কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরে হামলার ঘটনায় ইউক্রেনকে দায়ী করে চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি দেয় মস্কো। তবে তুরস্ক ও জাতিসংঘের অনুরোধে আবারও ফিরে আসে দেশটি। ইউক্রেন থেকে প্রচুর শস্য রফতানি হতে থাকায় এরদোয়ান আশা প্রকাশ করে বলেন, আমার বিশ্বাস শস্য চুক্তিটি আরও একবছরের জন্য বাড়ানো হবে। বিশ্বের খাদ্য সরবরাহ সহজ করার উদ্দেশে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় প্রাথমিকভাবে তিন মাসের জন্য ওই চুক্তি স্বাক্ষর হয়েছিল। এর আওতায় নিজ দেশের কৃষ্ণ সাগর উপক‚লের বন্দর দিয়ে বিশ্বের অন্যান্য অঞ্চলে খাদ্যদ্রব্য রফতানির সুযোগ পায় ইউক্রেনে। সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, তিনি জি২০ সম্মেলনে থেকে তুরস্কে ফেরার পর এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন। দ্য গার্ডিয়ান এ খবর জানায়। এদিকে, ইউক্রেনের বিভিন্ন বন্দরে আটকা কোটি কোটি টন খাদ্যশস্য রফতানির লক্ষ্যে রাশিয়ার সাথে স্বাক্ষরিত বহুল আলোচিত শস্য রফতানি চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এক বিবৃতিতে ইউক্রেন-রাশিয়ার খাদ্যশস্য রফতানি চুক্তির মেয়াদ বৃদ্ধির এই তথ্য জানিয়েছেন। এর আগে ইউক্রেনের অবকাঠামোমন্ত্রী আলেকজান্ডার কুব্রাকভ এক টুইটে জানান, খাদ্যশস্য চুক্তির মেয়াদ আরও ১২০ দিন বাড়বে। ইউক্রেনের মন্ত্রী এর বেশি তথ্য দেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তার দেওয়া তথ্যের সত্যতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, চুক্তিটির মেয়াদ নতুন করে বাড়াতে সবপক্ষ রাজি হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘ইউক্রেন থেকে নিরাপদে সার, খাদ্যপণ্য, শস্য রফতানি অব্যাহত রাখতে কৃষ্ণসাগর শস্য চুক্তিতে নতুন করে সব পক্ষ সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানাই।’ বিশ্বের গমের মোট চাহিদার বড় একটি অংশ পূরণ করে ইউক্রেন এবং রাশিয়া। গার্ডিয়ান, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন