বাগেরহাটের ফকিরহাটে অবৈধভাবে পাচারকালে ৩৭৭ টি কচ্ছপ উদ্ধার তিন পাচারকারিকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার বিকেলে ফকিরহাটের কাটাখালীতে অভিযান চালিয়ে এই ব্যবসায়ীদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদের ৬ মাসের কারাদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন। এসময় উদ্ধার করা কচ্ছপ বন্যপ্রাণি সংরক্ষন অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশ দেন তিনি।
দন্ডপ্রাপ্তরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আরিফুল ইসলাম বাচ্চু (৩৭), মাদারীপুরের মোঃ মনিরুজ্জামান (৩৮), ফকিরহাটের দিলীপ রায় (৩৫)।
র্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ফকিরহাট নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন ও বন কর্মকর্তাদের সাথে নিয়ে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই দন্ড দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন