চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাত্রদলের একাংশের কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণ, ২ পুলিশ সদস্য আলমগীর হোসেন ও শ্রী পলাশ আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি তাজা ককটেল উদ্ধার করেছেন।
রবিবার ২০ নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় নাচোল পৌর এলাকার শ্রীরামপুর মহল্লার অক্সফোর্ড স্কুল সংলগ্ন স্থানে উপজেলা ছাত্রদলের একাংশ কর্মী সমাবেশের আয়োজন করলে নাচোল থানা পুলিশ সমাবেশে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক এম মজিদুল হক ও সদস্য সচিব আবু তাহের খোকন গ্রুপের ছাত্রদলের কর্মীরা সমাবেশের অনুমতি না নিয়েই সমাবেশের আয়োজন করেন। এতে নাচোল থানা পুলিশ সমাবেশে পৌঁছলে তারা পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে এতে দুই পুলিশ কনস্টেবল আহত হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন