শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দৌলতখানে গ্যাস সিলিন্ডারের আগুনে বসতঘর পুড়ে ছাই

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ৩:০১ পিএম

ভোলার দৌলতখানে গ্যাস সিলিন্ডারের আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে দৌলতখান পৌরসভার ৬ নং ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, পৌরসভার ৬ নং ওয়ার্ডের কবিরাজ কমল চন্দ্র ঘোষের রান্না ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই সম্পূর্ণ বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে নগদ ১লাখ টাকাসহ ঘরের মূল্যবান জিনিস পুড়ে যায়। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবী করেন গৃহকর্তা কমল চন্দ্র ঘোষ। এসব তথ্য নিশ্চিত করে দৌলতখান ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান আমির হোসেন ইনকিলাবকে বলেন, রান্না ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন