নেত্রকোনায় শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক সহকারী শিক্ষক পদে চাকরি প্রত্যাশীরা। গতকাল মঙ্গলবার সকাল ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের পৌরসভার সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে চাকরি প্রত্যাশীরা। মানববন্ধনে কর্মসূচিতে শতাধিক চাকরি প্রত্যাশীরা অংশ নেন। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন এ এস এম আল আমিন, মো. রায়হান, মনিরুজ্জামান রুবেল, আব্দুল আলিম, তাসলিমা খাতুন, ফাতেমা আক্তার, আরাফাত রহমান, বায়েজিদ বেগ, লিটন মিয়া, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও হাসান মিয়া প্রমুখ। মানববন্ধন চলাকালে বক্তারা প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ ২০২০ এ সকল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগের দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন