সোনারগাঁও প্রেসক্লাবে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনগত রাতে কে বা কারা প্রেস ক্লাবের টিনের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে ক্লাবের কম্পিউটার, ক্লাবের মূল্যবান কাগজপত্র, স্টিলের ড্রয়ার থেকে নগদ ৭৫ হাজার টাকসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে ক্লাবে সাংবাদিকগণ এসে দেখেন ক্লাবের টিনের চাল কাটা এবং কম্পিউটারসহ আসবাবপত্র এলোমেলো।
এ ব্যাপারে সোনারগাঁও থানায় একটি অভিযোগ করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মাহবুব আলম, ওসি (তদন্ত) আহসান উল্লাহ, সেকেন্ড অফিসার ইমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন