দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্ভাবনী জয়োল্লাসে বাংলাদেশ প্রতিপাদ্য সেøাগানে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ও ব্যক্তিগত উদ্ভাবনী প্রতিষ্ঠান স্টল দিয়েছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন