বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তেঁতুলিয়া নদীতে ভাঙন রোধে জিওব্যাগ ফেলা উদ্বোধন

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

তেঁতুলিয়া নদীর তীরবর্তী পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদি গ্রাম রক্ষায় নদীতে জিওব্যাগ ফেলা উদ্বোধন হয়েছে। গত সোমবার দুপুর ১২টায় স্থানীয় এমপি সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠান উদ্বোধন করেন।
জানা যায়, তেঁতুলিয়া নদীর ভাঙনে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদি গ্রামে বিলিনের পথে। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, বাজার ও শতাধিক বসত বাড়ি। এ সকল স্থাপনা রক্ষা এলাকাবাসী স্থানীয় এমপি আ স ম ফিরোজের কাছে অবেদন জানালে বিষয়টি তিনি সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করেন।
পানি উন্নয়ন বোর্ড প্রাথমিক পর্যায়ে ভাঙন রোধে নদীর ১শ’ মিটার জিওব্যাগ ফেলা প্রকল্প নেওয়া হয়। গত সোমবার দুপুর ১২টায় এক অনুষ্ঠানের মাধ্যমে আ স ম ফিরোজ জিওব্যাগ ফেলা উদ্ধোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন, পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন, বিভাগীয় প্রকৌশলী (বাউফল জোন) রেজা আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, নাজিরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, এমপির একান্ত সহকারী আনিচুর রহমান ও জেলা পরিষদের সাবেক সদস্য হারুন অর রসিদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন