শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কলকাতার সিনেমায় আধিপত্য বাড়ছে বাংলাদেশের শিল্পীদের

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীরা এখন কলকাতার সিনেমায় বেশি সুযোগ পাচ্ছেন। জয়া আহসান, নুসরাত ফারিয়া তো সেখানের নিয়মিত শিল্পীতে পরিণত হয়েছেন। সাম্প্রতিক সময়ে তাদের সাথে নিয়মিত হচ্ছেন, মোশাররফ করিম, নিরব, সিয়াম আহমেদ, রোশান, তাসনিয়া ফারিন ও ববি। কয়েকদিন আগে কলকাতায় ‘হুব্বা’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন মোশাররফ করিম। এটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু। এতে মোশাররফ করিমের সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, পৌলোমী বসুসহ অনেকেই। সম্প্রতি ‘মীরজাফর ২’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রোশান। এটি পরিচালনা করবেন অর্ক দীপ মল্লিকা নাথ। এতে ফেরদৌসও অভিনয় করবেন। আগামী জানুয়ারিতে এর শুটিং শুরু হবে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘স্পর্শ’ নামে একটি সিনেমায় অভিনয় করবেন নিরব। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত। এ সিনেমায় নিরবের বিপরীতে থাকবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রযোজনা সংস্থা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে নির্মাণ করা হবে সিনেমাটি। এ মাসের শেষদিকে শুরু হবে এর শুটিং। বর্তমানে কলকাতায় ‘বিবাহ অভিযান টু’ সিনেমার শুটিং শুরু করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ। পরিচালনায় সৌমিক হালদার। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘বিবাহ অভিযান’-এ অভিনয় করেছিলেন তিনি। সিয়ামের লেখা গল্পে কলকাতায় তৈরি হচ্ছে সিনেমা। এ সিনেমায় সিয়ামের সঙ্গে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পূজা, আয়ুষী তালুকদার। সিনেমাটি পরিচালনা করবেন রাজা চন্দ। প্রযোজনায় শ্যামসুন্দর দে। আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে এ সিনেমার শুটিং। আগামী মাসে কলকাতার সিনেমায় অভিষেক হবে ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিনের। অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ সিনেমাটি মুক্তি পাবে ২ ডিসেম্বর। চিত্রনায়িকা ববি সম্প্রতি দুটি যৌথ প্রযোজনার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। দুটি সিনেমাই পরিচালনা করবেন কলকাতার নির্মাতা এম এন রাজ। একটি সিনেমায় ববির বিপরীতে থাকবেন চিত্রনায়ক অঙ্কুশ। এছাড়া, কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া আহসান অভিনীত ওসিডি, অর্ধাঙ্গিনী, ভূতপরী, কালান্তর ও পুতুল নাচের ইতিকথা। শুধু সিনেমা নয়, ওটিটি প্ল্যাটফর্মেও পশ্চিমবঙ্গে কাজের সংখ্যা বাড়ছে বাংলাদেশের শিল্পীদের। পশ্চিমবঙ্গে কদর বেড়েছে ঢাকার শিল্পীদের। কনটেন্টের লড়াইয়ে টলিউডকে রীতিমত টক্কর দিচ্ছেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন