শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কাপ্তাই বিএনপির ৩ নেতাকে গ্রেফতারের প্রতিবাদ

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম


রাঙামাটি কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিন জনকে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপি। গত শুক্রবার কাপ্তাই উপজেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা ও প্রতিবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক এবং চিৎমরম ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক বাবু উ থোয়াই মং মার্মা, চিৎমরম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর ও চিৎমরম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক উবাচিং মার্মার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় সড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করে। গত বুধবার, মিথ্যা মামলায় রাঙামাটির আদালতে আত্মসর্মপণ করলে, আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এ ধরনের সড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে কাপ্তাই উপজেলা বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনসমূহ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং গ্রেফতারকৃত সকল রাজবন্ধির অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং আটককৃত নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন