শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তথ্য প্রযুক্তির জ্ঞানার্জন সময়ের দাবি

জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

 

সিলেট-৫ আসনের সংসদ সদস্য ড. হাফিজ আহমদ মজুমদার বলেছেন, শিক্ষা হচ্ছে উন্নয়নের সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে ওপরে ওঠতে হলে তথ্য প্রযুক্তির ব্যবহার জানতে হবে ভালোভাবে। তাই তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে আমাদের সবাইকে। গতকাল রোববার দুপুরে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে কবির চৌধুরী ভবন উদ্বোধন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান শিক্ষক সাব্বির আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল, জেলা পরিষদ সদস্য ইফজাল চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন, বারহাল ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, সমাজসেবী হাসান আহমদ চৌধুরী ও বিদ্যালয়ের ভবনদাতা কবির আহমদ চৌধুরী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন