রাজশাহী শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৫.৮৮শতাংশ। এবার রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন। জিপিএ- ৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন। গত বছর পাশের হার ছিলো ৯৪.৭১ শতাংশ যা এবার ৯ শতাংশ কম। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৮৬ হাজার ২৫১ জন। আর অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ১৫৪ জন। এছাড়া বিভাগ উন্নয়নের জন্য ১৯৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। বিজ্ঞান বিভাগ থেকে ৮৭ হাজার ৬৮৪ জন, মানবিক বিভাগ থেকে ৯৯ হাজার ৫৮২ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৯ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।
রাজশাহীর ৫৩ কেন্দ্রে ৫০৮ প্রতিষ্ঠানের ৩০ হাজার ৭৬৯, চাঁপাইনবাবগঞ্জে ১৬ কেন্দ্রে ২৩৭ প্রতিষ্ঠানের ১৫ হাজার ৩৯, নাটোরে ২৬ কেন্দ্রে ২৯ প্রতিষ্ঠানের ১৭ হাজার ৯৩৯, নওগাঁর ৩৯ কেন্দ্রে ৪২১ প্রতিষ্ঠানের ২৩ হাজার ৭৫৬, বগুড়ার ৪২ কেন্দ্রে ৪৩৪ শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ হাজার ৯৯৭, পাবনার ৩১ কেন্দ্রে ২৯৯ প্রতিষ্ঠানের ২৯ হাজার ৮২১, সিরাজগঞ্জে ৪৬ কেন্দ্রে ৩৪৬ প্রতিষ্ঠানের ৩৪ হাজার ৬২১, জয়পুরহাটে ১৭ কেন্দ্রে ১৪০ প্রতিষ্ঠানের ৯ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন