শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীর গণসমাবেশস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২২, ১১:৩৭ এএম

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। শনিবার (৩ ডিসেম্বর) সকাল থেকে নগরীর মাদ্রাসা মাঠে আসতে শুরু করেন। খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান দিতে দিতে মাঠে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। কেউ কেউ মাঠের মধ্যে মিছিল করছেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে সমাবেশস্থল।

এর আগে গত দুদিন ধরে তারা পাশের ঈদগাহ মাঠে অবস্থান করছিল। সকাল ৬টায় সমাবেশস্থল পুলিশ উন্মুক্ত করলে তারা আসতে শুরু করে। বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা।
রাজশাহী বিভাগীয় গণসমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ছাড়াও জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে কেন্দ্রীয় নেতারা রাজশাহীতে উপস্থিত হয়েছেন। এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সমাবেশস্থলসহ পুরো নগরীজুড়ে।
মাদ্রাসা মাঠে আসছেন। অনেকেই মাঠের মধ্যে মিছিল করছেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে সমাবেশস্থল।
উল্লেখ্য, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন