শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ কর্তৃক ৫ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

উখিয়া উপজেলা(কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২২, ১:৪১ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে৫ হাজার ইয়াবাসহ আবদুস সালাম (৫০) নামক এক রোহিঙ্গাকে আটক করেছে।

বুধবার (৩০-নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে, ক্যাম্পে নিয়োজিত এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খান এর নেতৃত্বে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান করা হলে ক‌্যাম্প-১৯ এর আওতাধীন বি/১২ ব্লকের আব্দু সালামের বসতঘরে, আব্দু সালাম এর কাছ থেকে ৫ হাজার পিস্ এ্যামফিটামিন যুক্ত ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করেন বলে এপিবিএন এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ পনেরো লক্ষ টাকা বলে ধারণা করা হয়।

আটক আব্দুস সালাম ক্যাম্প ১৯, বি/ ১২ এর জনৈক আবুল কালামের পুত্র বলে উল্লেখ করেছেন।

জব্দকৃত মাদক ও আটক এফডিএমএন সদস্যের বিরুদ্ধে ‌উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

এফডিএমএন ক্যাম্প এলাকা মাদকমুক্ত রাখতে ৮ এপিবিএন এর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মোঃ ফারুক আহমেদ জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন