শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টেকনাফে ডিএনসির অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

টেকনাফ(কক্সবাজার) সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ৯:০০ পিএম

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা অভিযান চালিয়ে
১০ হাজার পিস ইয়াবাসহ আবদুল মজিদ (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক জনাব মোঃ সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (৫মার্চ) রাত আটটার দিকে তাঁরই নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের একটি
টিম আবদুল মজিদ (১৯) কে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামী হলেন, টেকনাফ পৌরসভা অলিয়াবাদ এলাকার হাফেজ আহমদের ছেলে আবদুল মজিদ (১৯) টেকনাফের একটি শীর্ষ ইয়াবা সিন্ডিকেটের মূল হোতা। তাকে আটক করায় তার সিন্ডিকেট সদস্যদের সনাক্ত করা সম্ভব হবে।

তিনি আরো জানান,উদ্ধার ইয়াবাসহ আটক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন