শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ট্রাস্ট মার্টে উইন্টার ফেস্টিভ্যাল

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এই শীতে জনপ্রিয় লাইফস্টাইল স্টোর ট্রাস্ট মার্ট সেজেছে ট্রেন্ডি সাজে। উৎসবের ঋতু শীতে ট্রাস্ট মার্টে চলছে উইন্টার ফেস্টিভ্যাল। এই সময়ে আরামদায়ক পোশাক হিসেবে ট্রাস্ট মার্ট নিয়ে এসেছে লেদার জ্যাকেট, ওয়েস্টার্ন সুয়েটার, লেডিস জ্যাকেট, ব্লেজার, স্যুট, শীতের জুতাসহ ছেলে ও মেয়েদের শীতের সব পোশাক। এছাড়াও ট্রাস্ট মার্টের জমকালো পোশাকের মধ্যে রয়েছে ছেলেদের জন্য শার্ট, টি-শার্ট, জিন্স, গ্যাবার্ডিন, ফ্যাশন এক্সেসরিজ ইত্যাদি। মেয়েদের ফ্যাশনেবল অনুষঙ্গেরও কমতি নেই। কুর্তি, জিন্স, টপস, সালোয়ার-কামিজ, প্লাজো, ওড়না, ফতুয়া, শার্ট, টি-শার্ট থেকে শুরু করে ব্যাগ এক্সেসরিজ সব রয়েছে। ট্রাস্ট মার্টের বিশেষ আয়োজন শেরওয়ানী, পাঞ্জাবি, পাগড়ি, নাগ্রা, গাউন, লেহেঙ্গাসহ এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন। রয়েছে পারফিউম, বডি স্প্রে ইত্যাদিসহ এক ছাদের নিচে ফ্যাশনের সব আয়োজন। যোগাযোগ : ট্রাস্ট মার্ট, লেভেল-জিএফ, দোকান নং- ১৮, ১৯, ২০ [গ্রাউন্ড ফ্লোর], যমুনা ফিউচার পার্ক, বারিধারা।
ছবি : ট্রাস্ট মার্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন