বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অবৈধ নিয়োগ বাতিলের দাবি

মো. সোহেল রানা খান, সাটুরিয়া (মানিকগঞ্জ) থেকে: | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় পরিবার কল্যাণ সহকারি পদে এক ওয়ার্ডের বাসিন্ধা অন্য ওয়ার্ডে অবৈধ নিয়োগ পাওয়ায় তা বাতিলের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফুকুরহাটি ইউপি সামনে কয়েকশ’ নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেন। এতে সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বর্তমান ইউপি সদস্য আলিমুদ্দিন মেম্বার, আ.রাজ্জাক নলিত মেম্বার, নজরুল ইসলাম নালু, হারুন অর রশিদ, আমজমআলী, মুকুল হোসেন, আওলাদ হোসেন, জোরান মল্লিক, এমারত ডাক্তার, শাহিনুর ইসলাম শাহিনসহ প্রমুখ।
স্থানীয়দের অভিযোগ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মানিকগঞ্জ থেকে জেলার আওতাধীন রাজস্ব খাতভুক্ত শূন্য পদে উপজেলার ফকুরহাটি ২ নং ওয়ার্ডে নিয়োগের জন্য পরিবার কল্যাণ সহকারি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে ফুকুরহাটি ইউনিয়নের সাবেক ২ নং ওয়ার্ডের ফুকুরহাটি, আইরমারা, চামারখাই, রাইল্ল্যা, রাইল্ল্যা উত্তর কুষ্টিয়ার, রাইল্ল্যা দক্ষিণ কুষ্টিয়া এলাকার কথা উল্লেখ করা হয়, যা বর্তমানে ফুকুরহাটি ইউনিয়নের চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
কিন্তু নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায় বর্তমান ২নং ওয়ার্ডের ফাতেমা আক্তার যার ভোটার আইডি অনুযায়ী বাড়ি উপজেলার ফুকুরহাটি ইউনিয়নে মাঝি পাড়া, চর ফুকুরহাটি গ্রামে সে নিয়োগ পেয়েছে। সাবেক ২নং ওয়ার্ডে শুন্য পদে পরিবার কল্যাণ সহকারি পদে সংশ্লিষ্ট ওয়ার্ডের লিখিত পরীক্ষায় উত্তির্ণ হওয়া একমাত্রপ্রার্থী সুবর্ণা আক্তারকে বাদ দিয়ে অবৈধভাবে পাশের ওয়ার্ডের ফাতেমা আক্তারকে নিয়োগ দেয়া হয়েছে। মানববন্ধনে বিধি বহির্ভূত নিয়োগ বাতিল করে সংশ্লিষ্ট ওয়ার্ডের একমাত্র প্রার্থী সুবর্ণা আক্তারকে নিয়োগ দেয়ার দাবি জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন