শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

দেশে ফিরলেন স্পিকার

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬২তম সম্মেলন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ও সংগঠনটির নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।
গতকাল রোববার বিকেলে তিনি দেশে ফিরেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্পিকারকে অভ্যর্থনা জানান। গত ১১-১৭ ডিসেম্বর লন্ডনে অনুষ্ঠিত এই সম্মেলনে স্পিকার চেয়ারপারসন হিসেবে যোগদান করেন। সম্মেলনে স্পিকার ছাড়াও ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ যোগ দেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, ওয়ারেসাত হোসেন বেলাল এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এবং বেগম শিরীন নাঈম এমপি প্রতিনিধি হিসেবে যোগ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন