মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চট্টগ্রামে টিটি’র বাছাই কার্যক্রম

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে দেড়শ’ ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে চট্টগ্রামে শুরু হয়েছে তৃণমূল পর্যায়ের টেবিল টেনিস (টিটি) খেলোয়াড় (অনূর্ধ্ব-১৬) বাছাই কার্যক্রম। গতকাল সিজেকেএস হল রুমে দশদিন ব্যাপী এ বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও সিজেকেএসর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এ সময় বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনির, সিজেকেএসর সহ-সভাপতি ও টেবিল টেনিস কমিটির চেয়ারম্যান হাফিজুর রহমান ও সিজেকেএসর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম উপস্থিত ছিলেন। আজ ঢাকায় শুরু হচ্ছে ১৭ জেলার প্রতিভাবান টেবিল টেনিস খেলোয়াড়দের নিয়ে দ্বিতীয় পর্বের বাছাই কার্যক্রম। এর আগে প্রথম পর্বে ছয়টি জেলায় শেষ হয়েছে এই প্রতিভা বাছাই কার্যক্রম। প্রত্যেক জেলা থেকে একজন করে সেরা বালক ও বালিকাদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন