শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গবেষণায় একাডেমিক-ইন্ডাস্ট্রি মেলবন্ধন ঘটাতে হবে: যবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ৫:৫৬ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিজ্ঞান গবেষণাকে বাস্তবায়ন ও প্রয়োগের জায়গায় নিয়ে যাওয়া খুব জরুরি। গবেষণায় একাডেমিক-ইন্ডাস্ট্রির মেলবন্ধন ঘটাতে হবে। বাণিজ্যিকীকরণের জগতের সঙ্গে বিজ্ঞানীর চিন্তা জগতের সাথে সেতুবন্ধন তৈরি করতে হবে।

রবিবার দুপুরে যবিপ্রবির শেখ রাসেল জিমনেসিয়ামে ‘মতবিনিময়, উদ্ভাবন ও শুদ্ধাচার পুরস্কার ২০২২’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এসব কথা বলেন। এর আগে তিনি যবিপ্রবিতে ১০-তলা বিশিষ্ট স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন উদ্বোধন করেন। এর পরপরই যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ‘যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ ভবন’ উদ্বোধন করেন। স্কুল প্রাঙ্গণে শিক্ষামন্ত্রী একটি কৃষ্ণচূড়ার চারাও রোপণ করেন। এর আগে সবাইকে নিয়ে শিক্ষামন্ত্রী যবিপ্রবির প্রধান ফটকস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিশ^বিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু করেন।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে শুরু হওয়া মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ইন্ডাস্ট্রির বাস্তব প্রয়োগের জ্ঞানই শুধু শিক্ষার্থীদের প্রয়োজন নয়, গবেষণার জন্যেই ইন্ডাস্ট্রি-একাডেমির লিংকেজ বা মেলবন্ধন ভীষণভাবে জরুরি। বাইরের বিশ^বিদ্যালয়গুলো ইন্ডাস্ট্রির জন্য উদ্ভাবন করে এবং সেখান থেকেই তাদের অধিকাংশ ফান্ড আসে। এ বিশ^বিদ্যালয়েও এ ধরনের কার্যক্রম অনেক বেশি সম্ভব। কারণ বিজ্ঞান ও গবেষণায় আপনারা এগিয়ে আছেন। এখানে বড় ধরনের ইনকিউবেশন সেন্টার স্থাপনের মাধ্যমে স্টার্ট-আপ শুরু করে সেখান থেকে বড় সাপোর্ট পাওয়া সম্ভব। তিনি বলেন, এই প্রতিযোগিতার বিশে^ যোগ্যতাই হচ্ছে টিকে থাকার মূলমন্ত্র। এ জন্য যোগ্য হতে হবে। আমার মনে হয়েছে, এ বিশ^বিদ্যালয়ের সেই যোগ্যতা রয়েছে।
ডা. দীপু মনি আরো বলেন, বিজ্ঞান ও ও প্রযুক্তি হলেও এ বিশ^বিদ্যালয়ের আরো কিছু ভূমি প্রয়োজন। আমাদের কাছে আবেদন দিলে আরও যতখানি জমি দেওয়া সম্ভব, সেটি যেন দ্রুত পাওয়া যায় তার ব্যবস্থা করব। যবিপ্রবিতে ক্রিকেট গ্রাউন্ড, টেনিস কোর্ট, একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ ও যথাযথ স্থানে কথা বলারও প্রতিশ্রুতি দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৩ আসনের সংসদ সদস্য ও যবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, যবিপ্রবি এখন এ অঞ্চলের ‘সেন্টার অব এক্সিলেন্স-’এ পরিণত হয়েছে। এ জন্য এ বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় সুযোগ বাড়াতে হবে। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। একইসঙ্গে এ বিশ^বিদ্যালয়ের ভূমি অধিগ্রহণে সার্বিক সহযোগিতার জন্য শিক্ষামন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন।
সভাপতির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘আমরা চাকরি চাই না, চাকরি দিব’– এ স্লোগানকে সামনে রেখেই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিশন ও মিশন নির্ধারণ করা হয়েছে। আমাদের একাডেমিক কারিকুলামে তার প্রতিফলন ঘটানো হয়েছে। শুধু দক্ষ জনশক্তি নয়, বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তা তৈরির জন্য আমরা শিক্ষার্থীদেরকে হাতে-কলমে শিক্ষা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। এ জন্য ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপ, অ্যাকাডেমিয়া-গভর্নমেন্ট-ইন্ডাস্ট্রি পার্টনারশিপকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এমনকি, প্রযুক্তি উন্নয়নে মাল্টি ন্যাশনাল পার্টনারশিপেও এ বিশ^বিদ্যালয়ের গবেষকবৃন্দ কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি যবিপ্রবির ক্যাম্পাস সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণ, গবেষণা প্রকল্প অনুমোদনসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন দাবি-দাওয়া শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরেন। অনুষ্ঠানে যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. সেলিনা আক্তারও শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন