শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আ.লীগ নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা কে এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুন্নবীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহন লাল জোয়ার্দার। তথ্য সূত্রে জানা যায়, গত রোববার কুর্শা কে এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুন্নবীকে স্কুলে মারধর করেন স্থানীয় আ.লীগ নেতা ও স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহন লাল জোয়ার্দার। স্কুলের একজন কর্মচারী জানান, মোহন লাল জোয়ার্দার অদ্য বিদ্যালয়ে সাবেক শিক্ষার্থী, তারই সূত্রে তিনি একজন লোককে স্কুলে পাঠান তার অষ্টম শ্রেনী পাশের সার্টিফিকেট উঠানোর জন্য। কিন্তু স্কুলে অধ্যায়নরত অবস্থায় তার নাম ছিলো মো. আল-আমিন, এবং বর্তমান নাম মোহন লাল জোয়ার্দার তাই স্কুলের প্রধান শিক্ষক আগত ব্যাক্তিকে বিষয়টি অবহিত করেন, তিনি বলেন সার্টিফিকেট নিলে পূর্বের নামে নিতে পারবেন অন্যথায় সম্ভব না। মোহনের পক্ষ থেকে আগত ব্যাক্তি বিষয়টি মোহনকে জানালে মোহন স্কুলে আসে। এবং প্রধান শিক্ষককে তার বর্তমান নামে সার্টিফিকেট দেয়ার জন্য চাপ প্রয়োগ করনে। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক নুরুন্নবী বলেন, ‘মোহন লালা জোর্য়ারদারে অন্যায় প্রস্তাবে রাজি না হওয়ায় সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে কিল ঘুষি ধাক্কা মারতে থাকেন।’ এমতাবস্থায় অফিস সহকারীর চেচামেচিতে অন্যান্য শিক্ষকরা ছুটে এসে প্রধান শিক্ষক নুরুন্নবীকে মোহনের হাত থেকে উদ্ধার করেন। তারপর মোহন লাল জোয়ার্দার স্কুল ত্যাগ করার পূর্বে বলে যান যে দেখে নিবো। প্রধান শিক্ষক নুরুন্নবী লাঞ্ছিত হয়ে কান্না ভেজা নয়নে স্কুল ত্যাগ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন