শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হিলি বন্দরে সড়ক নির্মাণ শুরু

হিলি (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

হিলিবাসীর দীর্ঘদিনের দাবি হিলি স্থলবন্দরের খানাখন্দে ভরা সড়ক চার লেনে উন্নিতকরনের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। এদিকে দীর্ঘদিন পরে হলেও কাজ শুরু হওয়ায় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে হিলি স্থলবন্দরের সামনের অংশ থেকে এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম। এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আনফ সরকার, ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার মনছুর আলম, হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন উপস্থিত ছিলেন। ৩০ কোটি ৯০ লাখ টাকা ব্যায়ে ২২৫০ মিটার দৈর্ঘের চার লেন সড়কের সিসি ডালাই ও ২৫০০মিটার ড্রেন নির্মাণের কাজটি ঢাকার ন্যাশনাল ডেভলপমেন্ট নামের ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন