বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার : জাফরুল্লাহ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ৩:০৯ পিএম | আপডেট : ৩:২৩ পিএম, ৯ ডিসেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল পথে হাটছেন মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, সংলাপে না গিয়ে পরিস্থিতি সংঘাতের দিকে দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী ভুল করছেন। সংঘাত থেকে সরে না আসলে তার বিপদ আসবে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার পিতার ভুল থেকে শিক্ষা নিন। নইলে পিতার মতো পরিস্থিতি হবে। আপনি চায়ের ডাক দিয়ে গুলি করছেন, জেলে পুরছেন।

সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, প্রধানমন্ত্রী স্বয়ং হুমকি দিচ্ছেন তার হুমকির পর ছাত্রলীগ যুবলীগ তাণ্ডব চালাবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সমাবেশের স্থান নয়াপল্টনকে বেআইনি তকমা দিয়ে ক্র্যাকডাউনে নেমেছে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন