ময়মনসিংহের তারাকান্দায় থানা পুলিশ বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার আসামি ২ জন, জুয়া আইনে অপরাপর চার জনকেসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে। এ বিষয়ে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, আদালতের ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে থানা পুলিশের সদস্যরা গত বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনার মাধ্যমে তারাকান্দার রাউজান গ্রামের চান মিয়ার পুত্র যথাক্রমে মামুন মিয়া (২৪) ও আশ্রাফুল আলম (২৮), গোয়াতলা গ্রামের মৃত তাহের উদ্দিনের পুত্র ফয়সার ফকির (৩০)সহ জুয়া মামলায় উপজেলার ভ‚গলী গ্রাম থেকে মৃত কামালের পুত্র জাকারিয়া আকন্দ (৪০), মৃত মোক্তার উদ্দিনের পুত্র কামরুজ্জামান (৩৮), আবুল কাশেমের পুত্র মতিউর রহমান (২৯) এবং মৃত আব্বাস উদ্দিনের পুত্র আবু তালেব (৪০)সহ মোট সাতজনকে গ্রেফতার করে। গতকাল শুক্রবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন