শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

২০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে : প্রতিমন্ত্রী পলক

আনোয়ার হোসেন আলীরাজ, সিংড়া (নাটোর) থেকে | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিরোধী চক্র দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। বিরোধী চক্র চায় না দেশের মানুষ ভালো থাকুক। দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদে পরিণত করতে চায়। আমরা অনুন্নত চলনবিলকে উন্নত জনপদে পরিণত করা হয়েছে। তরুণ-তরুণিরা ঘরে বসে আয় করতে পারেন সেই ব্যবস্থা শেখ হাসিনা সরকার করে দিয়েছেন।

শেরকোল ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. হযরত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, শেরকোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান প্রমুখ।
প্রতিমন্ত্রী আরও বলেন, চলনবিল অঞ্চলে ২০ একর জমিতে ৪০০ কোটি টাকা ব্যয়ে মিনি স্টেডিয়াম ও ডিজিটাল সিটিসহ ৫টি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আগামী ২০৩০ সাল নাগাদ ২০ হাজার তরুণ তরুণির কর্মসংস্থান সৃষ্টি হবে। নাটোর-বগুড়া মহাসড়কের ১২ কিলোমিটার ফোরলেন সড়ক উদ্বোধন অনুষ্ঠানে গত বৃহস্পতিবার শেরকোল প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন