দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে জেলা আওয়ামী লীগ।
গতকাল শনিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তরা বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশের নামে বিএনপি দেশে নৈরাজ্য শুরু করেছে। আন্দোলনের নামে তারা সাধারণ মানুষের জান-মালের কোন ক্ষতি করলে রাজপথে এর জবাব দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান বক্তরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন