শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

৪৭ দিনেও কলেজছাত্রীর খোঁজ মেলেনি

সোনাইমুড়ীতে পরিবারের সংবাদ সম্মেলন

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে ৪৭ দিনেও কলেজছাত্রী জান্নাতুল ফেরদৌস রিন্তি উদ্ধার না সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।
গতকাল শনিবার দুপুরে সোনাইমুড়ী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রিন্তির বাবা দেওটি ইউনিয়নের নবগ্রামের নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, সোনাইমুড়ীর নান্দিয়াপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস রিন্তি কলেজে আশা-যাওয়ার পথে প্রতিনিয়ত কলেজের কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী ও সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া গ্রামের ফয়সাল আহমেদ উত্যক্ত করত।
এ বিষয়ে একাধিকবার তাকে সতর্ক করলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। গত ২৫ অক্টোবর সকালে প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়তে গেলে ফয়সাল আহমেদ ও তার সঙ্গপাঙ্গরা মুখ বেঁধে মাইক্রোবাসে নিয়ে যায় রিন্তিকে।
তিনি আরো জানান, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক সোনাইমুড়ী থানায় অপহরণের অভিযোগে মামলা করতে গেলেও অদৃশ্য ইশারায় মামলা নিতে গড়িমসি করে সাধারণ ডায়েরি করতে বলে পুলিশ। জিডি তদন্তকারী কর্মকর্তা সোনাইমুড়ী থানার এসআই জামাল উদ্দিন আমার কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে অপহরণকারীদের সাথে আঁতাত করে রিন্তিকে উদ্ধারে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
এই বিষয়ে ভুক্তভোগীরা স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন