মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ মৈত্রি ফুটবল ম্যাচ খেলতে বিএসএফের ৪৬ সদস্যের একটি ফুটবল দল হিলি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে ভারতের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি অজয় শিং এর নেতৃত্বে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্য রেখা দিয়ে বিএসএফের ওই প্রতিনিধি দলটি দেশে প্রবেশ করেন। এসময় বিজিবির উত্তর পশ্চিন রিজোয়ন এর ডেপুটি কমান্ডার কর্ণেল জাকারিয়া তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে জয়পুরহাট স্টেডিয়ামে দু’বাহিনীর মাঝে এই মৈত্রি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শেষে গতকাল সন্ধ্যায় একই পথ দিয়ে ভারতীয় ফুটবল দলটি নিজ দেশে ফিরে যাবেন। দু’বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরো সুদৃঢ় করতে এই খেলার আয়োজন বলে জানিয়েছে বিজিবি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন