শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কলাগাছের সাথে এ কেমন শত্রুতা

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

মাগুরার মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে নূর আলী ফকির নামের এক দরিদ্র কৃষকের লাগানো এক একর জমির কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক গতকাল সোমবার ১২ ডিসেম্বর সকালে মহম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
সূত্রমতে, উপজেলার রায়পুর গ্রামের মৃত. লিয়াকত হোসেনের স্ত্রী মমতাজ গংদের নিকট থেকে এক একর দশ শতাংশ জমি তিন বছরের জন্য লীগ গ্রহণ করেন একই এলাকার মৃত. মোকাদ্দেস ফকিরের ছেলে দরিদ্র কৃষক নূর আলী ফকির। এরপর তিনি ওই জমিতে প্রায় ৭৫ হাজার টাকা ব্যয়ে দুই হাজার কলা গাছের চারা রোপণ করেন। এ জমির মালিকানা দাবি করে মাগুরা আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন পাশের কাশিপুর গ্রামের শওকত হোসেনরা।
আদালত এ ব্যাপারে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন এবং ২০২৩ সালের ২৪ জানুয়ারি আদালতে শুনানির দিন ধার্য রয়েছে। এরই মধ্যে লাগান কলাগাছ কেটে দিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন