শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাগুরা জেলা বিএনপির ১৪ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, সদস্য সচিব আখতার হোসেনসহ ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মাগুরা থানা পুলিশ। আলী আহম্মদের স্ত্রী জানান, গত সোমবার রাত ১টার সময় সাদা পোশাকে একদল পুলিশ তার গ্রামের বাড়ি পাকা কাঞ্চনপুর থেকে তাকে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান আটকের কথা স্বীকার করে বলেন, মোট ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নিয়মিত মামলার আসামি রয়েছে। তিনি বলেন, বিশেষ অভিযানের আওতায় তাদের গ্রেফতার করা হয়েছে। জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব এর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলেও তিনি জানান।
গতকাল মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আটক ১৪ জন তাদের নেতাকর্মী বলে দাবি করা হয়েছে। জেলা বিএনপির ফারুকুজ্জামান ফারুক, সৈয়দ রফিকুল ইসলাম তুষারসহ স্বেচ্ছাসেবক দলের সৈয়দ কুতুব উদবদিন রানা, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা তাদের গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তি দাবি করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন