রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বগুড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলায় যুবক গ্রেফতার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ৩:৫৯ পিএম

বগুড়ার শেরপুরে আত্মহত্যার প্ররোচণা মামলায় আব্দুল মানিক নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিন গত রাত ১২ টার দিকে সারিয়াকান্দি থেকে তাকে গ্রেফতার করে র্যাব।

মামলা সূত্রে জানা যায়, শেরপুরের নবম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আব্দুল মানিক (২২) নামক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কে একপর্যায়ে ভিকটিমের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য গোপনে ভিডিওধারণ করে। এছাড়াও গত ১৮ নভেম্বর আসামি ঐ ছাত্রীর বাড়িতে গোপনে এসে তার সাথে মেলামেশা করতে চায়। ছাত্রী তাতে বাধা দিলে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার মানিক। এমনকি তাকে বিয়েও করিবে না বলে জানায়।
মানিকের ব্যবহারে মান ইজ্জতের ভয়ে মেয়েটি আত্মহত্যার উদ্দেশ্য ইঁদুর মারা বিষ খায় করে গত ১৮ নভেম্বর। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানেই মারা যায় মেয়েটি।
এ ঘটনায় নিহত স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে গত ২৯ নভেম্বর শেরপুর থানায় মামলা দায়ের করেন। একইদিন র্যাব অফিসেও অভিযোগ দেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। শেষে গতকাল রাতে অভিযুক্ত মানিককে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, "অভিযোগ পাওয়ার পর থেকেই আসামিকে ধরতে তৎপরতা শুরু করি আমরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সারিয়াকান্দি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, " আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন