কুমিল্লার মুরাদনগর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রিয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার সময় যথাযথ সম্মান না পাওয়ায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল স্থানীয় সংবাদকর্মীরা উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জন করার ঘোষণা দিয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা প্রদান করেন।
স্থানীয় সংবাদকর্মীরা জানান, মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে আলাউদ্দিন ভূঞা জনীর যোগদানের পর থেকে যথাযথ মূল্যায়ন না দেওয়ার এই বিষয় নিয়ে সংবাদকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছিলো। এরই অংশ হিসেবে মহান বিজয় উদযাপনের প্রস্তুতির বিষয়ে গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সকল সংবাদকর্মীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সংবাদকর্মীদের ন্যায্য মূল্যায়ন দেয়া ও একসাথে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করলে উপস্থিত সকলে একমত পোষণ করেন। পরবর্তীতে গতকাল সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে দেখা যায় প্রশাসনের করা তালিকায় সাংবাদিক সংগঠনের কোন নাম নেই। এ নিয়ে উপস্থিত সকল সংবাদকর্মী ও স্থানীয়দের মাঝে তিব্র নিন্দা ক্ষোভের সৃষ্টি হয়। পরে প্রশাসনীক সকল কর্যালয়, রাজনৈতি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে উপজেলা পরিষদ প্রাঙ্গনের রাস্তায় বসে সংবাদ সম্মেলন করে উপস্থিত সংবাদকর্মীরা। সংবাদ সম্মেলনে সংবাদকর্মীরা উপজেলা প্রশাসনের সকল অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বর্জন করার ঘোষণা প্রদার করেন। এ সময় বক্তব্য রাখেন, সমকাল প্রতিনিধি বেলাল উদ্দিন আহম্মেদ, আমাদের সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান, কালের কন্ঠের প্রতিনিধি আজিজুর রহমান রনি, ইত্তেফাক সংবাদদাতা মোশাররফ হোসেন মনির, ইনকিলাব সংবাদদাতা মনির হোসাইন, যুগান্তর সংবাদদাতা সুমন সরকার, মানবকন্ঠের প্রতিনিধি মাহবুব আলম আরিফ, সমাচারের প্রতিনিধি সাহেদুল ইসলাম সাহেদ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি নাজিম উদ্দিন, সরেজমিনের কুমিল্লা ব্যুরো কেএম শারফিন শাহ্, এশিয়ান টিভি উত্তর জেলা প্রতিনিধি রাহাত হোসেন আকন প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কমনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন