শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শুকদেব সভাপতি মানিক সম্পাদক

ফেনী রিপোর্টার্স ইউনিটি নির্বাচন

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৩ সালের কার্যকরী কমিটির নির্বাচনে ভোরের কাগজ ফেনী প্রতিনিধি শুকদেব নাথ তপন সভাপতি এবং নয়া শতাব্দী ফেনী প্রতিনিধি আলী হায়দার মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সবকটি পদে একক প্রার্থী হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহজাহান সাজু গতকাল বিনাপ্রতিদ্বন্ধিতায় পূর্ণ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করেন।
এ সময় ফেনী মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও বর্তমান সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক দিদারুল আলমসহ বিপুল সাংবাদিক উপস্থিত ছিলেন।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি এম এ জাফর (বাংলাদেশের আলো), সহ-সাধারণ সম্পাদক নুর উল্যাহ কায়সার (বণিক বার্তা), কোষাধ্যক্ষ তোফায়েল আহমদ নিলয় (মোহনা টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কিশাণ মোশাররফ (ফেনীর সময়), দপ্তর সম্পাদক মফিজুর রহমান (দিনকাল), প্রচার সম্পাদক মো. শফি উল্যা রিপন (দেশ রূপাপ্তর)। কার্যনির্বাহী সদস্য : ওছমান হারুন মাহমুদ দুলাল, মোহাম্মদ শাহাদাত হোসেন, আরিফুল আমিন রিজভী, এনামুল হক পাটোয়ারী, দিদারুল আলম ও মো. ওমর ফারুক। সাধারণ সদস্যগণ হলেন- শাহজালাল রতন, আবুল কাশেম চৌধুরী, যতন মজুমদার, ইসমাইল হোসেন সিরাজী, মাইন উদ্দিন, জহিরুল হক মিলন, নুর তানজিলা রহমান, আজিজ আল ফয়সাল, মিজানুর রহমান, রফিকুল ইসলাম ও সাহাব উদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন