নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেরীরচর গ্রামে বখাটেদের হামলায় নিহত হাফেজ আমিনুল ইসলাম সঞ্জুর (২৬) হত্যা মামলার সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের বঙ্গানিয়া পেরীরচর মোড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছে। জানা যায়, পেরীরচর গ্রামের অহিদ মিয়ার কলেজ পড়ুয়া কন্যা রুমা আক্তারকে (১৭) কলেজে যাওয়া আসার পথে একই গ্রামের জনব আলীর বখাটে পুত্র আক্কাছ মিয়া (৩২) প্রায়শই উত্ত্যক্ত করতো। বিষয়টি জানতে পেরে রুমার চাচা নায়েব আলীর পুত্র হাফেজ আমিনুল ইসলাম সঞ্জু বখাটে আক্কাছ মিয়াকে ডেকে তার ভাতিজীকে উত্ত্যক্ত করতে নিষেধ করে। এ ঘটনায় আক্কাছ গংরা ক্ষিপ্ত হয়ে গত ১৮ ডিসেম্বর সকালে বাড়ীর সামনে আমিনুল ইসলাম সঞ্জুকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের বড় ভাই সবুজ মিয়া বাদী হয়ে দুদু মিয়া, আক্কাছ মিয়াসহ ১৬ জনকে আসামী করে ২০ ডিসেম্বর কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ এখন পর্যন্ত সকল আসামীকে গ্রেফতার করতে না পারায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে গতকাল বৃহস্পতিবার কেন্দুয়া-আঠারবাড়ী সড়কে বিক্ষোভ মিছিল করে বঙ্গানিয়া মোড়ে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে হাফেজ আমিনুল ইসলাম হত্যা মামলার সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন সান্দিকোনা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম, নিহতের মা আছিয়া খাতুন, চাচা মাওঃ আজিজুল হক ও রেজাউল করিম প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন