মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াবদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার ভোর রাত এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে মাগুরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৯টি দোকান ভষ্মিভূত হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাগুরা স্টেশনের অফিসার সোহাগউজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ৯টি দোকানঘর ভষ্মিভূত হয়ে যায় বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে কনফেকশনারি, ওষুধের দোকান, বাস কাউন্টার, চায়ের দোকান ও ফলের দোকান রয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন