বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চারজন জুয়াড়িকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ডও দেয়া হয়েছে। রবিবার বেলা একটার দিকে উপজেলার খোলাস গ্রামে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস।
অভিযানে সহায়তা করে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি টিম। এসময় জুয়া খেলার উপকরণ জব্দ করে হাতেনাতে আটক করা হয় ৫জনকে। তারা প্রত্যেকেই খোলাশ গ্রামের বাসিন্দা।
দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- খোলাশ গ্রামের মৃত কাদের মোল্লার ছেলে মুকুল মোল্লা (৪২), মৃত শমশের আলীর ছেলে শহিদুল ইসলাম (৪০), আব্দুল কাদেরের ছেলে বিপ্লব প্রামানিক (৩৮), বেলাল প্রামাণিকের ছেলে মজনু প্রামাণিক (৪০) এবং মোকছেদ মোল্লার ছেলে রুবেল মোল্লা (৩৬)।
এদের মধ্যে শহিদুল ইসলামকে এক মাস এবং বাকিদের ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। প্রত্যেককে জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা।
এসব তথ্য নিশ্চিত করে এসি (ল্যান্ড) রূপম দাস বলেন, "জুয়ার খেলার খবর পেয়ে খোলাশ গ্রামে পুলিশ এবং প্রশাসনের যৌথ অংশগ্রহণে অভিযান চালানো হয়েছে। প্রমাণ পাওয়ায় প্রত্যেককে কারা ও অর্থদন্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।" #
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন