শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নগরীর কালিরবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ৩:১৭ পিএম

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কর্তৃক বাজার মনিটরিং করার সময় নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারে একটি প্রতিষ্ঠানকে অবৈধ, অনুমোদনহীন পণ্য বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, ক্যাবের প্রতিনিধি সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, বাজার কর্মকর্তার প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম।
সেলিমুজ্জামান জানান, অবৈধ, অনুমোদনহীন আপেল সিডার ভিনেগার বিক্রয়ের অপরাধে কালিবাজারে চঞ্চল স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এবং অবৈধ, অনুমোদনহীন, নকল, পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়িদের সর্তক করা হয়েছে। পাশাপাশি ক্রেতা বিক্রেতাকে সচেতন হওয়ার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের হ্যান্ড বিল বিতরণ করা হয়েছে।#

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন