শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাউফলে তেঁতুলিয়া নদীতে বিশেষ অভিযান- গ্রেপ্তার-২

বাউফল উপজেলা (পটুয়াখালী )সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ৫:৪২ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে গতকাল রোববার উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের বিশেষ অভিযানে নামে। এ সময় অবৈধ ১০ হাজার মিটার জাল ও দুই জেলেকে আটক করা হয়েছে। আটক দুই জেলে হলো উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের নাসির ব্যাপারী (৪৫) ও কচুয়া গ্রামের মামুন ফরাজী (৩২)। সূত্র জানায়, ১৯ জানুয়ারী থেকে ২৬ জানুয়ারী পর্যন্ত সকল অবৈধ জাল অপসারনে ও জেলেদের নিরুৎসাহিত করতে বিশেষ কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির আওতায় গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের উদ্যোগে কালাইয়া নৌ পুুলিশ ও উপজেলা মৎস অধিদপ্তরের সহযোগীতায় তেঁতুলিয়া নদীতে বিশেষ অভিযানে নামে। এ সময় তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপ পয়েন্ট থেকে ১০হাজার মিটার অবৈধ জালসহ দুইজনকে আটক করা হয়। অভিযানে অংশ গ্রহন করেন, বরিশাল জোনের নৌ পুলিশ পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, সহকারী পুলিশ সুপার দিন-ই-আলম, কালাইয়া নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ লুৎফর রহমান ও সহকারী মৎস্য অফিসার আনিচুর রহমান। কালাইয়া নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ লুৎফর রহমান বলেন, আটককৃত দুই জেলেকে মৎস্য আইনে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে এবং জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন