রাজধানীর আগারগাঁওয়ে ৬০ ফিট এলাকায় এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
রোববার সকাল থেকে ডিএনসিসি'র অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী এবং ডিএনসিসি'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আগারগাঁও থেকে গ্রামীণ ব্যাংক পর্যন্ত ৬০ ফুট প্রশস্থ সড়ক নির্মাণ প্রকল্পের আওতাধীন ডিএনসিসি'র মালিকানাধীন ভূমির অবৈধ দখল অপসারণ করা হয়।
এসময় ৬০ফিট এলাকায় রাস্তার দুইপাশে দীর্ঘদিন ধরে থাকা মোট ১২-১৪ টি দোকান এবং দোকানের সামনে উচ্ছেদ করে রাস্তা উদ্ধার করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল মোল্লা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন