ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইটভাটার জন্য অবৈধভাবে মাটি খননের অপরাধে একতা ব্রিকসের মালিক কাইয়ূম আজাদ খালেক নামের এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ওই জরিমানা করেন।
জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের চর পুম্বাইল এলাকায় ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়ক ঘেঁষে অবৈধভাবে মাটি খনন করে ইটভাটায় নিচ্ছিল মালিক কাইয়ূম। খবর পেয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় মালিক কাইয়ূমকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জানান, ইটভাটার জন্য অবৈধভাবে মাটি খননের অপরাধে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় ভাটা মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এধরনের কর্মকান্ডে অভিযান অব্যাহত থাকবে'।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন