শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তাড়াশে শিক্ষা ভাতা আত্মসাতের অভিযোগ

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ১২:৫৬ এএম

সিরাজগঞ্জের তাড়াশে বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো তথ্য গোপন করে শিক্ষা ভাতা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার এক ছেলে অনন্ত কুমার মাহাতো খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ে পড়ে এবং পুর্নিমা রানী নামে প্রতিবন্ধী এক মেয়ে রয়েছে, লেখাপড়া করে না। কিন্তু তিনি তার দুই সন্তানের নামে শিক্ষা ভাতা উত্তোলন করেন। সংস্থাপন কর্মচারীদের বেতন বিলের শিট থেকে জানা গেছে, শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো চাকরিতে যোগদানের পর থেকে প্রতি মাসে ৫০০ টাকা শিক্ষা ভাতা আত্মসাৎ করেছেন। অভিযোগ স্বীকার করে শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো বলেন, কর্তৃপক্ষ চাইলে আমি টাকা ফেরত দিয়ে দেবো।
বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ মাহাতো বলেন, গত নভেম্বর মাসে আমরা শিক্ষা ভাতা উত্তোলনের পর বিষয়টি জানতে পারি। এরপর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, ইতোমধ্যে তার মেয়ের শিক্ষা ভাতা বন্ধ করে দিয়েছি। অতিরিক্ত টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ফেরত দিতে বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন